শনিবার (১৫ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ভেড়ামারার উপজেলার ফকিরাবাদ গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে মোঃ সাইদুর রহমান (৩৫) কে আটক করে। এই সময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসিনা মমতাজ টাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে ০১ বছর ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ও ১০০০ টাকা জরিমানা করা হয় অর্থ অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ০৯ ধারায় আসামি দোষী সাব্যস্ত হওয়ায় এ রায় দেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস